গত শনিবার, ২৭ মে, বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের আওতায় ডেমোফার্ম নির্মানের জন্য খামারিদেরকে খামার উন্নয়ন সামগ্রী বিনামুল্যে বিতরন করা হয়। অনুষ্ঠানে গবাদি প্রানি পালনকারি ১৬ জন খামারির প্রতি জনকে ২৫ হাজার টাকার মোট ৪ লাখ টাকার খামার উন্নয়ন সামগ্রী বিতরন করেন এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন লাইভস্টক অফিসার ডা. সাজ্জাদ হোসেন ও মইনুল হাসান, কামারখন্দ এরিয়ার এরিয়া ম্যানেজার জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী খামারিবৃন্দ।
উল্লেখ্য সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে পরিচালিত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর ও পাবনার জেলার ১২টি উপজেলায় এনডিপির ৩১টি শাখায় খামারিদেও গবাদি প্রাণি লালন পালন বিষয়ে প্রশিক্ষন প্রদান, ভ্যাকশিনেশন ক্যা¤প আয়োজন, কৃমিনাশক বিতরন, একপোজার ভিজিট, ডেমোফার্ম নির্মান, গবাদি প্রাণির সুরক্ষা সেবা তহবিল গঠনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।