আলেয়া আকতার বানু সভাপতি, মো. আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক
গত শনিবার, ২২ জুলাই জাতীয় পর্যায়ের বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এনডিপির প্রধান কার্যালয় সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসূচির সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন থেকে পাঠ করেন এনডিপি’র ইমাম হাফেজ মো. জহুরুল ইসলাম এবং গীতা পাঠ করেন সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায়।
সাধারণ সভায় আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১ হাজার ৪শত ৮৫ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়। ২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় এবছর প্রস্তাবিত বাজেট ৩০.৮০ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়।
সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্মানিত চেয়ারপারসন আলেয়া আকতার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তৌহিদুল ইসলাম, উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়, সিরাজগঞ্জ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী।
এসময় এনডিপির চেয়ারপারসন ও সভার সভাপতি আলেয়া আকতার বানু বলেন, প্রতি বছরই এনডিপি’র কর্মএলাকা সম্প্রসারিত হচ্ছে। সংখ্যা ও বিভিন্নতায় বৃদ্ধি পাচ্ছে প্রকল্প ও কর্মসূচি। তিনি বলেন, আগামী বছর এনডিপি বাংলাদেশের সকল জেলায় কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন গ্রহণ করবে জেনে সত্যি খুব আনন্দিত হলাম। চেয়ারপারসন এনডিপি’র ধারাবাহিক সাফল্য ও ক্রমবিস্তৃতির জন্য সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
সাধারণ সভায় এনডিপির নির্বাহী পরিচালক ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন খান প্রারম্ভিক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বলেন, এনডিপি দিন দিন কাংখিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন সংস্থা হিসেবে এনডিপি’র কাছে দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা বেড়ে গেছে। এনডিপি সেই প্রত্যাশা পুরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের ৮ বিভাগে এনডিপির কর্মবিস্তৃতির সক্ষমতা অর্জন। তিনি আরও বলেন- এনডিপি আজকে যে অবস্থানে এসেছে এর পিছনে এনডিপির কার্যনির্বাহী কমিটি, সাধারণ পরিষদ, কর্মকর্তা, কর্মচারীদের অবদান অসামান্য।
প্রধান অতিথি তার বক্তব্যে এনডিপি’র উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমগ্র বাংলাদেশে এনডিপি তার কর্ম-পরিধি বৃদ্ধি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একইসাথে তিনি সংস্থার নির্বাহী পরিষদ গঠনে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করার আহবান জানান। পক্ষান্তরে তিনি সমাজসেবার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাধারণ সভায় গত ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন এবং সংশোধিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন ও ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক কর্ম-পরিকল্পনা এবং বাজেট পর্যালোচনা ও অনুমোমোদিত হয়।
সভায় সাধারণ পরিষদ সদস্যদের উপস্থিতির ভিত্তিতে ২০২৩-২০২৬ মেয়াদে নির্বাহী পরিষদ গঠন করা হয়। এর পূর্বে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক- কে প্রধান নির্বাচন কমিশনার, ইসমাইল হোসেন ও মো. শাহিন রেজাকে সদস্য করে ০৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পূর্ববর্তী নির্বাহী পরিষদের সভাপতি আলেয়া আখতার বানু সভাপতি এবং এনডিপি’র প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাধারণ সভায় এনডিপি’র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮৮ সালে দেশে সংঘটিত শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন মো.আলাউদ্দিন খান। সংগঠিত করেন এলাকার যুবকদের। বন্যার্ত মানুষদের সহায়তায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করার অভিজ্ঞতায় ১৯৯২ সালের ১ জানুয়ারি গড়ে তোলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। প্রতিষ্ঠার ৩২ বছর পেরিয়ে ৩২ বছরে এনডিপি আজ সিরাজগঞ্জ জেলার গন্ডি পেরিয়ে দেশব্যাপী কার্যক্রমকে বিস্তৃত করছে। এমুহুর্তে দেশের প্রায় ৭ লাখ লক্ষিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে ৪২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এনডিপি। কাজ করছে মানুষের আর্থ-সামাজিক অবস্থায় উন্নয়নে, দরিদ্র জনগোষ্ঠির গৃহায়নে, শিক্ষা, প্রতিবন্ধী মানুষদের সমাজের মুল স্রোতে নিয়ে আসতে, জেন্ডার সমতা, মানুষের অধিকার, সু-শাসন, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও দুর্যোগে দুর্গত মানুষের পাশে থেকে।