বেলকুচিসিরাজগঞ্জ

এনডিপি-সিআরইএ প্রকল্পের উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের ষান্মাসিক সভা

সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগতিায় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা এমএম প্লাজা হলরুমে এ ষান্মাষিক সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি আলহাজ গাজী মো. সাইদুর রহমান। এসময় ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্য, সহকারী অধ্যক্ষ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, কাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম। এছাড়াও সভায় প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলহাজ গাজী মো. সাইদুর রহমান, সভাপতি, উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপ, তিনি তার উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা বেশি ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারনে নারী ও মেয়েরা বিশেষ চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়। পাশাপাশি প্রথাগতভাবে সমাজে নারীর অবস্থান পুরুষের থেকে ভিন্ন। সাধারণত নারীকে পুরুষের অধ:স্তন মনে করা হয় এবং তার চলাফেরার উপরে অনেক ধরণের বিধিনিষেধ থাকে। তাই পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে নারীর পাশাপাশি পুরুষকেও সচেতন করা। এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সাথে পুরুষ ও যুবদের সম্পৃক্ত করে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তোলা এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করা। নারীর শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে এলাকায় সচেতনতা বৃদ্ধিতে উপজেলা ক্লাইমেট এ্যাকশান গ্রুপের জোড়ালো ভূমিকা রাখা। এছাড়াও পুরুষতন্ত্র, সামাজিক কুসংস্কার ও গোঁড়ামী পরিবর্তনের জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারনা চলমান রাখার জন্য সকল সদস্যবৃন্দকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button