কামারখন্দজাতীয়সদরসিরাজগঞ্জ

এনডিপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) আনন্দ মুখর পরিবেশে প্রতিষ্ঠার ৩৪তম বছরে পদার্পনের অনুষ্ঠান উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এছাড়াও একই দিন দেশের ২২ জেলায় ১২৯টি শাখা কার্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে এনডিপি’র প্রশংসা করে বলেন এনডিপি সরকারের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এসময় এনডিপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এনডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (আরএম শাখা) মারুফ আফজাল রাজন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন আলেয়া আখতার বানু, এনডিপি’র নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সংস্থায় কর্মরত পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ১৯৯২ সালে এনডিপি দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যা ও সিরাজগঞ্জে যমুনার ভয়াল ভাঙ্গনের বিরুপ প্রভাব উত্তর আঞ্চল তথা দেশের অর্থনীতির উপরও পরে। পাল্টে যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন। শুরু হয় মানবেতর জীবনযাপন। বন্যার্ত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সরকারি বিভিন্ন সহায়তা যথেষ্ট ছিল না।

এরকম পরিস্থিতিতে চাঙ্গা হয়ে উঠে মহাজনী ব্যবসা ও অগ্রীম শ্রম বিক্রি। অধিক সুদে ঋণ গ্রহণ করে আক্রান্ত দরিদ্র মানুষগুলো। বাড়ির অতি প্রয়োজনীয় আসবাবপত্র ও আয়ের একমাত্র পথ গরু ছাগল বিক্রি করে দেয়। এমন পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাও মানবিক সহায়তায় এগিয়ে আসে। কিন্ত তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এসময় এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান ও উন্নয়ন সহযোগী সংস্থার সাথে একদল স্থানীয় যুবক নিয়ে জরুরি ভিত্তিতে দুর্গতদের পূনর্বাসন কর্মকান্ডে স্বেচ্ছায় এগিয়ে আসেন। পুনর্বাসন পরবর্তী সময়ে মো. আলাউদ্দিন খান উপলব্ধি করেন এই মানুষগুলোর জন্য সাময়িক সহায়তা নয় দরকার দীর্ঘ মেয়াদী সমাধান। এই চিন্তাধারা থেকেই একটি অলাভজনক অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হিসাবে এনডিপি ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে প্রাতিষ্ঠানিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার টেকসই উন্নয়নের যুদ্ধ শুরু করে। বর্তমানে ৭ লক্ষাধিক উপকারভোগী পরিবার প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এই সংস্থার মাধ্যমে। ৩৩বছর অতিক্রান্ত হয়ে ৩৪ বছরের এই দিনে এনডিপি এখন দেশের ২২ জেলায় ১২৯টি শাখা অফিস এর মাধ্যমে ঋণ সহায়তা কর্মসূচি ও ৪২টি কার্যক্রম/প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button