বেলকুচিসিরাজগঞ্জ

বিকল্প ভবনে এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

এনায়েতপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় ক্ষতিগ্রস্ত ১৫ দিন পর এনায়েতপুর থানার কার্যক্রম শুরু করা হয়। সোমবার (১৯ আগস্ট) এনায়েতপুর থানার দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত ওসি হাসিবুল আলম জানান, ক্ষতিগ্রস্ত থানার দক্ষিনে এনজিও মানব মুক্তি সংস্থার একটি ভবনের সাতটি কক্ষ ভাড়া নিয়ে এনায়েতপুর থানার কার্যক্রম সকাল থেকে শুরু করা হয়। মাঠ পর্যায়ের কাজ পুরোপুরি শুরু করা না হলেও থানায় কয়েকটি সাধারণ ডায়েরি হয়েছে। হাসিবুল আলম আরো জানান থানায় ব্যবহারের জন্য একটি পিকআপ দেওয়া হয়েছে। নতুন-পুরাতন ২৪ জন পুলিশ সদস্য ও ৪ জন সেনা সদস্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এতে এনায়েতপুর থানার পাঁচটি ইউনিয়নের জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এই থানাটি ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীরা থানা ভবন ভাংচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এতে থানার অভ্যন্তরে থাকা পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪০টি মটরসাইকেল ও তিনটি পুলিশ পিকআপ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় পুরো থানা ভবন। এ সময় আন্দোলনে ওসি আব্দুর রাজ্জাক সহ ১৫ জন পুলিশ সদস্য এবং তিন শিক্ষার্থীসহ ১৮ জনের মৃত্যু হয়।

এ অবস্থায় ১০ আগস্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে থানা অভ্যন্তরে সম্প্রীতি সভা হয়। সভায় আন্দোলনকারীরা থানা পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন। হামলার সময় এই থানায় ৫৯ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এনায়েতপুর থানা নতুন করে যাত্রা শুরু করছে। হামলায় আগের থানা ভবন সমপূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আলাদা ভাড়া ভবনে থানার কার্যক্রম শুরু করা হবে। হামলার সময় খোয়া যাওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামগুলোর বিষয়ে এখনো পূর্ণাঙ্গ ধারনা পাওয়া যায়নি। তবে সেগুলোর হিসাব নিরুপনের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button