স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কর্তন ও মিষ্টি মুখ করানোর মধ্যদিয়ে স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির ১৩’তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯’জানুয়ারী এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন ১৮’জানুয়ারি শনিবার বাদ এশায় এসএ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রহমত আলী’র উদ্যেগে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এসএ টিভির ১যুগ পূর্তি অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সহসভাপতি জেহাদুল ইসলাম ও হীরক গুন, সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী মো: শহিদুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান, ঢাকা পোস্টের সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা এসএ টিভিতে পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যহত রাখা সহ আগামীতে এসএ টিভির আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, জেলায় কর্মরত অন্যন্য গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার গণমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এসএ টিভির কর্ণধার সালাউদ্দিন আহমেদ ও তার পরিবার বর্গ সহ দেশ মাতৃকার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এরপর কেক কর্তন করা হয় এবং সকলকে মিষ্টি মুখ করানো হয়।