বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক,বেলকুচি সাংস্কৃতিক সংগঠক নাজমুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা ও শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী নারীবৃন্দ।