স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বেলকুচি উপজেলায় দৌলতপুর ইউনিয়নে ৪০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার, ৮ ফেব্রুয়ারি সকালে দৌলতপুর ইউনিয়নে অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে অসহায় ব্যক্তিদের কম্বল বিতরণ করলাম। সিরাজগঞ্জ জেলা পরিষদ সব সময় সরকারের উন্নয়নের পাশাপাশি ও সমাজে অসহায় মানুষের আত্মমানবতার কাজ করে থাকে।