সদরসিরাজগঞ্জ

দুই দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মোৎসব উদ্বোধন

“বল বীর বল উন্নত মম শির” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা সাহিত্য- সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মোৎসব এর দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ মে) সন্ধায় পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী জন্মোৎসব উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর। তার সাহিত্যকর্ম ও সংগীতশিল্পী প্রজন্মকে অনুপ্রাণিত করে, সমাজ পরিবর্তনের পথ দেখায়। কাজী নজরুল ইসলাম একটা প্রতিষ্ঠান ও আন্দোলনের নাম, যুগে যুগে এক জীবন্ত আদর্শ। তিনি আরো বলেন, আমাদের সিরাজগঞ্জে সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে।

কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কবি কাজী নজরুল ইসলামের জীবনের সূচনা হয়েছিল দারিদ্র্য আর সংগ্রামের মধ্যে দিয়ে। ছোটবেলায় পিতৃহারা নজরুল মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন, লেটো গানে অংশ নিয়েছেন। কঠিন জীবনসংগ্রাম তাকে দমাতে পারেনি। তিনি সাহিত্য ও সংগীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার হেলাল আহমেদ এর সভাপতিত্বে, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রায়হান কবীর মিঠু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button