সিরাজগঞ্জের কামারখন্দে সদ্য শেষ হওয়া কেরাম টুনামেন্টে মিডিয়া পার্টনার হিসাবে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের কামারখন্দ উপজেলা প্রতিনিধি ওমর ফারুক ভুইয়া সেরা প্রতিবেদক হিসাবে পুরস্কার পেয়েছেন।
গত শনিবার উপজেলার নান্দিনা কামালিয়ায় অনুষ্ঠিত উপজেলাভিত্তিক কেরাম টুনামেন্টের ফাইনাল প্রতিযোগিতায় পুরো টুনামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার হিসাবে অনলাইনভিত্তিক দৈনিক কামারখন্দের আলো, দৈনিক কামারখন্দ বার্তা ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পক্ষে ওমর ফারুক ভুইয়া, অংশগ্রহণ করে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন।
এর মধ্যে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের কামারখন্দ প্রতিনিধি ওমর ফারুক ভুইয়া সেরা প্রতিবেদক হিসাবে কেরাম টুর্নামেন্ট থেকে পুরস্কার পান। পুরস্কারটি হাতে তুলে দেন ১ নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন হোসেন বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কেরাম টুনামেন্টে সার্বিক তত্ত্বাবধানে থাকা স্থানীয় ইউপি সদস্য আব্দুলাহ আল মারুফ ও আবুল হাসেম প্রমুখ।
এছাড়াও দৈনিক কামারখন্দের আলো ফেসবুক পেজের এডমিন শহিদুল ইসলাম ও দৈনিক কামারখন্দ বার্তার প্রতিনিধি আবু তালহা পুরস্কার পান।