উল্লাপাড়া প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর পরিচয় দাতার চাচাতো ভাই লিটন মোর্শেদকে (৪০) গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ।
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা পুলিশ বাজার থেকে তাকে গ্রেফতার করে। লিটন মোর্শেদ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি মিয়া আরেফীর আপন চাচাতো ভাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফীর আপন চাচাতো ভাই লিটন মোর্শেদকে গ্রেফতার করা হয়।
লিটন মোর্শেদ একজন সক্রিয় জামায়াত কর্মী। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাকে শুক্রবার রাতে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।