ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে স্কুলছাত্রকে যৌন নির্যাতন মামলায় গ্রেফতার করেছে র্যাব-১২। রোববার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
দিপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর চৌহালী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।