রায়গঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুহেনা মো. মোস্তফা কামালের গাড়ি পোড়ানো মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের সূত্র জানায়, রোববার মধ্যরাতে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল মোড় থেকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি গ্রামের আলী আকবরের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও একই গ্রামের আকছেদ আলী ছুতারের ছেলে দেলসাদ (৪০) কে গ্রেফতার করা হয়। তারা দু ‘জনই যথাক্রমে সোনাখাড়া ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক ।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মো. সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, দুর্বৃত্তরা গত ৬ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে ওই চেয়ারম্যানের প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় চেয়ারম্যান আবুহেনা মো. মোস্তাফা কামাল বাদী হয়ে ৩ জনকে আসামী করে ০৮ জুলাই তারিখে একটি মামলা দায়ের করেন।