রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিয়াবীল গ্রামের ঘানি টানা সেই অসহায় জহুরুল মিনা দম্পতি পেলেন গরু, নগদ অর্থসহ বাজার সামগ্রী। গত ২৭ অক্টোবর ‘দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন’ পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাদের গরু, পড়নের পাঞ্জাবি, শাড়ি ও নগদ অর্থসহ বাজার সামগ্রী তুলে দেন সিরাজজগঞ্জের মানবিক কর্মী মামুন বিশ্বাস ও তার সহযোগীরা। এমন মানবিক সহায়তা পেয়ে অবশেষে এই দম্পতির তিন যুগের নিদারুন কষ্টের অবসান হলো।
গত বুধবার (৩০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক ভাবে তাদের এ সহায়তা দেয়া হয়। পত্রিকায় তাদের দুঃখ ও দূর্দশা তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাদের জন্য সহায়তা চেয়ে ফেইসবুকে একটি পোস্ট দেন মানবিক ও সমাজ কর্মী মামুন বিশ্বাস। তার দেওয়া ফেইসবুক পোস্ট দেখে দেশ ও বিদেশের মানবিক মানুষেরা এই দম্পতির জন্য সহায়তা পাঠান। সেই অর্থে এসব সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জহুরুল ও তার স্ত্রী মিনা বেগম। তারা জানায়, আমাদের আর কেনো দুঃখ নাই। এখন আর কষ্ট করে বুক ও কাধ দিয়ে ঘানি টানতে হবে না। গরু, নগদ অর্থসহ বাজার পাইছি। এসময় তারা ফেসইবুকের মাধ্যমে অর্থ দেওয়া প্রত্যেকের জন্য এবং মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় মানবিক ও সমাজ কর্মী মামুন বিশ্বাস বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই দম্পতির দূর্দশার কথা জানতে পেরে ফেইসবুকের মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিলে দেশ ও বিদেশের ভালোবসার মানুষগুলো এই সহায়তা পৌঁছে দিয়েছেন। আমি শুধু এ সহায়তা পৌঁছে দিয়েছি মাত্র। কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এ সহায়তা দিয়েছেন।