সিরাজগঞ্জের তাড়াশের একমাত্র পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তার ৭ম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। গত ৯ জুলাই, সোমবার সকাল ১০ টায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হতে ব্যানার শোভিত প্রতিষ্ঠা বার্ষিকীর এক র্যালি বের হয়। র্যালি শেষে পাবলিক লাইব্রেরী হল রুমে সম্পাদক আবদুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি ডা. আমজাদ হোসেন মিলন। পরে বিদায়ী বছরে চলনবিল বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি প্রয়াত এম রহমত উল্লাহ, লেখক কলামিস্ট সৈয়দ শুকুর মাহমুদ ও পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি প্রয়াত আকছেদ আলী স§রণে এক মিনিট শোক জ্ঞাপন সূচক নীরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চলনবিল বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুর রাজ্জাক রাজু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক ইসমাইল হোসেন, তাড়াশ থানা ওসি (তদন্ত) নূরে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ম.ম. জর্জিয়াস মিলন রুবেল, পৌর কাউন্সিলর শামীম সরকার বি.এ., গুরুদাসপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ হতে বক্তৃতা করেন চলনবিল বার্তার স্টাফ রিপোর্টার সাব্বির আহম্মেদ।
আলোচনা শেষে চলনবিল বার্তার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির হাতে প্রেস কার্ড, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পত্রিকার ১৬ জন সাংবাদিককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
শেষে ফিরোজা বিউটির সম্পাদনায় তাড়াশের সম্মানিত লেখকদের যৌথ কাব্যগ্রন্থ “চলনবিলের কবিতাঞ্জলি”, লেখিকার একক কাব্যগ্রন্থ “পালক” ও সম্পাদক আবদুর রাজ্জাক রাজুর প্রকাশিত কাব্য “সময়ের প্রতিধ্বনি”র মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। প্রকাশিত কাব্যগ্রন্থ ও পত্রিকার বিশেষ সংখ্যা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধী মন্ডলীর মাঝে বিতরণ করা হয়।
মোড়ক উন্মোচনের আগে অতিথিগণ চলনবিল বার্তা পত্রিকার জন্মদিনের কেক কাটেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চলনবিল বার্তার বিশেষ প্রতিনিধি গোলাম মোস্তফা।