কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে ভিজিডি’র ৩০০ কেজি চাল জব্দ

কামারখন্দ  প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্রির সময় বিনামূল্যে বিতরণকৃত সরকারি ভিজিডি’র ৩০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ভিজিডি’র ৩০০ কেজি চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, সোমবার দিনব্যাপি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ৫২০জন উপকারভোগীর প্রতিজনকে দুই মাসের ৬০ কেজি করে বিনামূল্যে সরকারি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি ভিজিডি’র চাল কেনাবেচা হচ্ছে এমন খবর গণমাধ্যমকর্মীরা আমাকে জানালে আমি সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করি। পরে তিনি চাল বিক্রির সময় ১০টি বস্তায় থাকা ৩০০ কেজি ভিজিডি’র চাল জব্দ করেন। তিনি আরও জানান, চাল জব্দ করে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button