ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩ দিন ব্যাপি “ভূমি মেলা-উদযাপন উপলক্ষে ভুমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো ভূমি মেলা।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
চৌহালী উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতনের লক্ষ্যে এ মেলার মূল উদ্দেশ্য। “ভূমি উন্নয়ন, কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখিথ-এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলার কুইজ ও ব্রির্তক প্রতিযোগিতা অংশ নেন ৪টি বিদ্যালায়। এতে চ্যাম্পিয়ান হয় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রানা হয় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কুইজ প্রতিযোগিতায় প্রথম খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির লামিয়া খাতুন, দ্বিতীয় বিজয়ী একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রাবেয়া বশরি, তৃতীয় স্থান অর্জন করে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. নাহিয়ান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।