রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার দৃষ্টি নন্দন জামে মসজিদের সামনে ছোলা বুট বিক্রি করে সংসার চালাচ্ছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মো. এমদাদুল সরকার। প্রায় ৭/৮ বছর ধরে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ছোলা বুটের পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করেন তিনি। এমদাদুলের এক ছেলে এক মেয়ে। ছেলেটি উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
এমদাদুল এক সময় অন্যের বাড়িতে তাঁতের কাজ করে সংসার চালাতেন। বাবা মারা যাওয়ার পর থমকে যান এমদাদুল। এর পর পরই শুরু হয় ছোলা বুট বিক্রি। ছোলা বুটের পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করে ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। সে সময় মেরাজুলের ছোট ভাই এমদাদুল বলে সম্বোধন করলেও এখন সবাই ছোলা বুট এমদাদুল বলেই চিনে থাকে। আয়ের বিষয়ে তিনি বলেন, ৪০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় হয়। এখন সব কিছুরই বাড়তি দাম। তারপরেও চেষ্টা করছি মানুষকে ভাল কিছু খাওয়ানোর। উপজেলার গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও এখানকার অনেক মানুষ তার নিজ হাতে বানানো ছোলা বুট ও ঝালমুড়ি খেয়ে প্রশংসা করছেন।