সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ( অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা সহকারী পোগ্রামার অফিসার আবু রায়হান, ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব ঘোষ, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আবু হাসেমসহ ইউপি সদস্যগণ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হাসান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদ রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ট হিসেবে পুরুষ্কার গ্রহণ করেছিলো। আমি আশা করি আগামীতে আরও ভালো কাজ করে জাতীয় পর্যায়ে পুরুষ্কার লাভ করবে।