জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেলো এনডিপি
“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস” পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান অবদান রাখায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ হতে এনডিপিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। এনডিপি’র পক্ষ থেকে পুরষ্কার গ্রহন করেন এনডিপির এমএন্ডই বিভাগের উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। এ সময়ে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যাযের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রতিনিধিগণ, সাংবাদিকগন, শিক্ষক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।