স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ প্রার্থনা এবং পুষ্পস্তবক অর্পন সহ নানা আয়োজন করা হয়। সোমবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মসনুর আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিভিল সার্জন ডা. রাপপদ রায়, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএমহোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসূফ সুর্য, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, ড. জান্নাত আরা হেনরী, হাজী ইসহাক আলী সহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুবর্ণ অহংকারে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্ট কালরাতে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে একটি শোকর্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সুবর্ণ অহংকারে ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিভিল সার্জন ডা. রাপপদ রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসূফ সুর্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নরেশ ভৌমিক ও সদর উপজেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় সাহা সহ সরকারের বিভিন্ন দপ্তর, রাজনেতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
এদিন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর পক্ষ থেকেও ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান হয়। এসময় সংস্থার বিভিন্ন কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন।