সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

গত মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে পৌর শহরের মুজিব সড়কে শহিদ এম মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। এদিন সকালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে জেলার বিভিন্ন এলাকার কৃতী শিক্ষার্থীরা।

সকাল ৯টায় শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তুনির্ধারিত সময়ের আগেই শহীদ এম মনসুর আলী মিলনায়তনের ভেতরটা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। যেন তিলধারণের ঠাঁই নেই। বসার আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই তখন দাঁড়িয়ে থাকেন।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে আটটার আগেই শিক্ষার্থীদের হইহুল্লোড়ে সেখানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সহপাঠীরা একে অপরকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। কেউ ফটোফ্রেমে ছবি তোলে, কেউ তোলে সেলফি। কেউ স্কুলের বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠে। বিদ্যালয়ের পাট চুকানোর কয়েক মাস পর সহপাঠী ও বন্ধুদের দেখা পেয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত। সঙ্গে অনেকের অভিভাবকও আসেন।

অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। উৎসবে যোগ দিতে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৬৫৩ শিক্ষার্থী নিবন্ধন করে। সকাল ৯টায় নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাক্স ও উপহার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল মিলনায়তনের বাইরে অভিভাবকেরা বসে ছিলেন।

১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব। জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলায় শিক্ষার্থী ও অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। পুরো দেশ তোমাদের দিকে তাকিয়ে। তাই সাফল্যর ধারা অব্যাহত রেখে নিজেকে প্রস্তুত করতে হবে। শুধু ভালো ফল করলেই চলবে না, সবার আগে ভালো মানুষ হতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। দেশকে, পরিবারকে ভালোবাসতে হবে।

প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ বলেন, শুধু পুরস্কারের জন্য দৌড়ালে চলবে না। জীবনের জন্য দৌড়াতে হবে।

উৎসবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মমতাজ পারভীন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক শাহ আলম, বনয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সালাম, সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন খাতুন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভিন খাতুন, বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়লা সুলতানা, তেঁতুলিয়া চুনিয়াহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, ভুঁইয়াগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাহবুবা খাতুন, রহমতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম।

তাঁদের সম্মাননা ক্রেস্ট দেওয়ার পাশাপাশি সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্পের ঐতিহ্যবাহী গামছা উত্তরীয় পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।

সম্মাননা পাওয়ার পর জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তোমাদেরকেও এগিয়ে যেতে হবে । এই সংবর্ধনা সেই এগিয়ে যাওয়ার পথের অনুপ্রেরণা ।

এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাক্স, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র-প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট সংস্করণের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধু সভা সাবেক সভাপতি মো. হোসেন আলী (ছোট্ট) বর্তমান প্রথম আলো বন্ধু সভা সাধারণ সম্পাদক আল মনসুর রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সাথী খাতুন, জুবায়ের সাব্বির সাংগঠনিক সম্পাদক মো. নাঈম, সহ-সভাপতি এস এম নয়ন খান, গোলাম ই রাব্বি, অর্থ সম্পাদক আলহাম উদ্দিন, প্রথম আলো বন্ধু সভা সাবেক সভাপতি রাসেল আহমেদ, অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে গান ও নৃত্য। গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী ইমরান খন্দকার। নৃত্য পরিবেশন করেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহার ধন্যবাদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button