জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির আওতায় কমিউনিটি পর্যায়ে লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারি সোমবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাটিবেলাই গ্রামের মো: শামসুদ্দিন তালুকদারের বাড়ী এবং ঝাঐল ইউনিয়নের তেঘড়ি গ্রামের মো: আফিল সেখের বাড়ীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর অধিকার ও আইনগত সহায়তা বিষয়ে আলোচনা ও আইনী পরামর্শ প্রদান করা হয়। আলোচনা ও আইনগত সহায়তা বিষয়ক পরামর্শ প্রদান করেন সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার, জজ আদালত, সিরাজগঞ্জ সাদ্দাম হোসেন। এছাড়া আলোচনা করেন এনডিপি’র জেন্ডার এন্ড রাইটস কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ।