ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত “রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন (আরআমটিপি)’’প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার চার ইউনিয়নে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়।
গতকাল ১৪ মে, শনিবার সিরাজগঞ্জ জেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচর গ্রামে, কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের দশশিকা গ্রামে, সদরের ছোনগাছা ইউনিয়নের চরখাতা গ্রামে ও উল্লাপাড়া বড়হর ইউনিয়নের খাসচর জামালপুর গ্রামে একযোগে গবাদি প্রাণির ভ্যাক্সিনেশন ক্যাম্প পরিচালনা করা হয়।
গবাদি প্রাণির মৃত্যুহার হ্রাস ও সংক্রামক ব্যাধি থেকে ঝুঁিক হ্রাসকরণের লক্ষ্যে প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পগুলো পরিচালিত হয়েছে।
উল্লেখ্য যে, এই ক্যাম্পগুলোর মাধ্যমে সর্বমোট ৯৮০টি গবাদিপ্রাণিকে টিকা প্রদান করা হয়। গ্রামের স্থানীয় অভিজ্ঞ এফএমডিদের দিয়ে এই ক্যাম্পগুলো পরিচালিত হয়েছে। ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত উপপ্রকল্পের কর্মকর্তাবৃন্দ টিকা প্রদানের ব্যাপারে সহায়কের ভুমিকা পালন করেন।
মন্তব্য করুন