নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ পৌর শাখার যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার ০১ এপ্রিল দুপুরে এস এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
সভায় বলেন বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, হত্যা, খুনে মেতে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদে উস্কানি দিচ্ছে। এমতাবস্থায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দ্বায়িত্ব পালন করতে হবে।
এছাড়াও যৌথ বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সহ সভাপতি ও পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী সহ সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।