সিরাজগঞ্জ

জেলা প্রশাসককে সংবর্ধনা জানাল এনডিপি

প্রতিদিন প্রতিবেদক : মঙ্গলবার, ২৯ নভেম্বর, সন্ধ্যায় শহরের আরমানী রোস্তরায় সিরাজগঞ্জের জেলা প্রশাসকের পদোন্নতি ও সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে যোগ দেওয়ায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা জানায় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। 

সংবর্ধনা সভায় সভাপতিত্ব ও প্রারম্ভিক বক্তব্য রাখেন এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। তিনি  তার বক্তব্যে বলেন,  জেলা প্রশাসকের বিদায়ে প্রকৃতই আমরা  একজন দক্ষ জেলা প্রশাসককে হারালাম। তবে তার পদোন্নতিতে এনডিপি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পরিবার আনন্দিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জে সাড়ে তিন বছর দায়িত্বপালন করলাম। এছাড়া পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। এসময়ে বেশির ভাগ সময় কোভিড-১৯ প্রাদুর্ভাবের হাত থেকে জেলাবাসীকে রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছি। এসময় জেলা প্রশাসক কোভিড-১৯ মোকাবেলায় এনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। জেলা প্রশাসক এসময় আরও বলেন, এজেলায় দায়িত্ব পালনকালে জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত জনপথ এবং জনপথের মানুষদের জানার চেষ্টা করেছি। এজেলাকে আমার আপন এলাকা বলেই এখন মনে হয়। পেশাগত কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলেও সব সময় এজেলার কথা মনে থাকবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রেদওয়ান আহমেদ রাফি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি, এনডিপির উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, এনডিপির পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ আজাদ ইকবাল, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায়, উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান, সহকারী পরিচালক (এইচআর) সুমাইয়া মারিয়ম, সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মো. সাইফুল ইসলাম ও কে এম শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছির উদ্দিন ও নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মোছা. মরিয়ম খাতুন মৌসুমী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button