উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় সরকারী জায়গা দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন মাটি ফেলে বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে ।
উল্লাপাড়া পৌর শহরের পোস্ট অফিসের পশ্চিম পাশের খালে শহরের পানি ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয় । ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করার জন্য এক বছর আগে খালের কিছু অংশ মাটি ফেলে ভরাট করা হয়। রাস্তা না থাকায় খাল ভরাটের সময় উপজেলা স্বাস্থ্য বিভাগকে ম্যানেজ করে উপজেলা স্বাস্থ্য উপকেন্দ্রের ভীতর দিয়ে ট্রাক যোগে মাটি নিয়ে খালটির কিছু অংশ ভরাট করা হয় । ওই ভরাট জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য ২২ আক্টোবর/২০২২ তারিখ শনিবার পোস্ট অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাঝখানে সরকারী জায়গা দিয়ে শহরের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন মাটি ফেলে বন্ধ করে রাস্তা নির্মাণ করছে উল্লাপাড়া মেডিকেল হলের ব্যবসায়ীক অংশিদার মোঃ ইসমাইল হোসেন। ড্রেনের উপর অবস্থিত একটি টোং দোকান ঘরও সরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
টোং দোকানদার মো. মতিয়ার জানান শনিবার সকালে ইসমাইল হোসেনের লোকজন এসে জোর করে তার দোকান ঘরটি অন্য জায়গায় সরিয়ে দিয়ে সে ড্রেনে মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মেডিকেল হলের ব্যবসায়ীক অংশিদার মো. ইসমাইল হোসেনের মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কথা বলে পরে কথা বলবেন বলে মুঠো ফোনের সংযোগ কেটে দেন ।
এ ব্যাপারে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান পৌরসভার মাঝে কোনো ড্রেন বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করা কারও একতিয়ার নেই । বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য পৌরসভায় জমা দিয়েছেন কিন্তু রাস্তা না থাকায় তা অনুমোদোন দেয়া হয়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাটি ফেলা বন্ধ করে দেন। তবে ইসমাইল হোসেন প্রতিশ্রুতি দেন পানি নিস্কাসনের জন্য খালের উপর ড্রেনটি করে রাস্তাটি নির্মাণ করবেন।