প্রতিদিন প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য সদকায়ে জারিয়াহ্ হিসেবে ৬ শতাধিক তালগাছের চারা রোপন কর্মসূচি পালন করল এসএসসি ৮৪ ব্যাচ। গত ২৪ আগস্ট শনিবার সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর ক্রসবার-৩ (চায়না বাঁধ) এ এসএসসি ১৯৮৪ ব্যাচ এর অংশগ্রহণে, ৮৪ ইভেন্ট গ্রুপ এর সৌজন্যে, পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ও বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইন্সটিটিউট, ঈশ^রদী এর সহযোগীতায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরতে কোরআন থেকে তেলাওয়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে “গাছ লাগাই, সবুজ বিশ^ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে এসএসসি ৮৪ ব্যাচ এর বন্ধুরা মিলে বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর প্রজনন বিভাগ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের আব্দুর রাজ্জাক, ৮৪ ইভেন্ট গ্রুপের জাকী মাহমুদ, শাহাদত হোসেন খান, সিরাজগঞ্জ ৮৪ ব্যাচের শারমিন স্নিগ্ধা, মো. মুত্তাকিন, এনডিপির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, মোস্তফা নোমান আলাল, হাফিজুর রহমান বাবু, স্ট্যালিন ফরিদ, কামরুল হাসান, অ্যাড. শিমুল, মো. জাহিদুল ইসলাম টুটুল, নরেশ ভৌমিক, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান ও নুরুল হকসহ ৮৪ ব্যাচের অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।