চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে যমুনায় ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমুনা নদীতে ভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গত রোববার (৭ জুলাই) উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদীতে বাড়ি-ঘর হারা অসহায় ৫০টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মো. হেকমত আলী, জনস্বাস্থ্যের উপসহকারি প্রকৌশলী রিয়াজ উদ্দিন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা প্রমূখ। শনিবার বিকালে ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আগে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে  নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। সে সময় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন এবং শান্তনা দেন। তিনি বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত ও নদী ভাঙ্গন মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button