International Fund for Agricultural Development (IFAD) ও DANIDAএর যৌথ অর্থায়নে পিকেএসএফ RMTP এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পটি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) বাস্তবায়ন করছে। প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোগের আর্থিক পরিষেবা সম্প্রসারপের পাশাপাশি নির্বাচিত ভ্যালু চেইন উপ-প্রকল্পসমূহের আওতায় প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ প্রাণিসম্পদ উৎপাদনের সাথে জড়িত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, উদ্যোগে এবং অন্যান্য মার্কেট অ্যাক্টরদের আয়বৃদ্ধির জন্য কাজ করছে। প্রকল্পটি পণ্যের তুলনামূলক সুবিধা এবং মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এ প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের ব্র্যান্ড ইমেজ তৈরির পাশাপাশি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সনদায়ন, বিপনণ এবং রপ্তানি পণ্য বৃদ্ধিকরণ করা হচ্ছে। এ পর্যায়ে আরএমটিপি প্রকল্প উদ্যোক্তাদের ব্যবসা ও উৎপাদিত পণ্যসমূহকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে ব্রান্ডিং কার্যক্রম সম্পাদনের নিমিত্তে উদ্যোক্তাদেরকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সোমবার হতে প্রকল্প কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ক্যাটেগরির ৪০০ উদ্যোক্তাকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এ পর্যায়ে প্রথম ব্যাচে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলার ২০ জন এলএসপিকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো এনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহকে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণার মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ করা। এ প্রশিক্ষণ গ্রহনের ফলে সোস্যাল মিডিয়া ব্যবহার করে উদ্যোক্তারা সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রকৃতি ব্যবহার করে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন প্রস্তুত থেকে শুরু করে শ্রেণি, বয়স, অবস্থান অনুযায়ী মানুষের মধ্যে প্রচারণা তথা ব্র্যান্ডিং করতে সক্ষম হবে। পণ্য কীভাবে ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয় সে সম্পর্কে উদ্যোক্তারা জানতে পারবেন।
উদ্যোক্তাদের অনলাইন মার্কেট (ই-কমার্স, এফ-কমার্স)-এ প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এবং অনলাইনভিত্তিক বাজার ব্যবস্থার উপযোগী উদ্যোক্তাদেরকে শনাক্ত করা যাবে। পণ্য কীভাবে ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয় সে সম্পর্কে উদ্যোক্তারা জানতে পারবেন। উদ্যোক্তাদের অনলাইন মার্কেট(ই-কমার্স, এফ-কমার্স)-এ প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এবং আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডল।
এসময় নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান বলেন, “বর্তমানে অনলাইন মার্কেটিং সিস্টেমটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এ প্লাট ফ্রম ব্যবহার করে এখন গ্রাম পর্যায়েও অনেক যুব ও নারী উদ্যোক্তাগন পণ্য ক্রয় বিক্রয় করছে। আরএমটিপি প্রকল্পের যে সকল উদ্যোক্তা এই সোস্যাল মিডিয়া প্রশিক্ষণ গ্রহন করছেন আপনারাও এ অনলাইন প্লাটফ্রম ব্যবহার করে আপনাদের ব্যবসা সম্প্রসারণ করবেন এবং আয় বাড়াবেন বলে আমি বিশ্বাস করি”। এনডিপি-র আরএমটিপি প্রকল্পের সাথে যুক্ত হয়ে এ প্রশিক্ষন নেয়ার জন্য তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মো. মোসলেম উদ্দিন আহমেদ বলেন, “ আপনারা যারা এখানে এসেছেন বেশীর ভাগ উদ্যোক্তাই লাইভস্টক সেবা ও ব্যবসার সাথে জড়িত এক্ষেত্রে পণ্যর বিষয়টা এখানে তেমন মূখ্য নয়, প্রধান উদ্যেশ্য হলো আপনারা যে খামারিদের সেবা দিয়ে যাচ্ছেন সেই সেবার গুনগত মানের উন্নয়ন করে আপনার সেবার পরিধী সম্প্রসারণ করা সেক্ষেত্রে এ প্রশিক্ষন আপনাদেও জন্য যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন”। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি ও সোস্যাল মার্কেটিং বিশেষজ্ঞ মো. হাদিউল ইসলাম। প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রকল্পের আইসিটি ও আর্থিক সংযোগ ভেলু চেইন ফ্যাসিলিটেটর মো. শামীম হোসেন।