সদরসিরাজগঞ্জ

এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর থাইল্যান্ড ভ্রমণ

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ ১৯ জানুয়ারি’২০২৫ তারিখ থেকে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত Asian Institute of Technology (AIT), Thailand এর আয়োজনে বিশ্বব্যাংক এর অর্থায়নে এবং পিকেএসএফ সহযোগীতায় বাস্তবায়িত BD Rural WASH for HCD Project এর আওতায় Knowledge Exchange Visit Program on Water, Sanitation and Hygiene (WASH) উপলক্ষে থাইল্যান্ড অবস্থান করবেন। তিনি গত ১৯ জানুয়ারি দুপুর ১.৩০ টায় Thai Airways বিমানে দেশত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button