চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে কাঁচা মরিচের দাম কমেছে, বেড়েছে পিঁয়াজের দাম

ইদ্রিস আলী, চৌহালী  প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে কাঁচা মরিচের দাম কমেছে, বেড়েছে পিঁয়াজের দাম। উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। এক সাপ্তাহ আগেও কাঁচামরিচের কেজি ছিল ৩৯০ থেকে ৪০০ টাকা। আর পিঁয়াজ ছিল ১০০ থেকে ১১০ টাকা কেজি।

এ দিকে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে পিঁয়াজের। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ ও পিঁয়াজ কেনা অসম্ভব হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ কম এবং উৎপাদন নষ্ট হওয়ার কারণে দাম বেড়েছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলার সদর জোতপাড়া বাজার ও হাসপাতাল মোড় বাজার ও কেআর পাইলট মডেল সরকারি স্কুল মোড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ কোথাও ২৩৫ টাকা, কোথাও ২৪০ টাকা, আবার কোথাও ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পিঁয়াজ ১২০ থেকে ১২৫ টাকা আবার কোথাও ১৩০ থেকে ১৩৫ টাকা করে বিক্রি হচ্ছে।  অন্যান্য সবজির দাম স্থিতি যেমন মূলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বারই পটল ৪০ থেকে ৪৫ টাকা।

বাজার করতে আসা খাষকাউলিয়া ইউনিয়নের মো. নবী বলেন, আমি খাষকাউলিয়া কেআর পাইলট মডেল সরকারি স্কুল মোড় বাজার থেকে ১ কেজি পিঁয়াজ কিনলাম ১২৫ টাকা দিয়ে। হাট-বাজারে কাঁচা মরিচ ও পিঁয়াজ যথেষ্ট পরিমাণ রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে বিক্রি করছেন। যার ফলে নিম্ন আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ ও পিঁয়াজ কেনা অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন বাজারে কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন কাঁচামরিচের দাম কমলেও পিঁয়াজের বাজারে আগুন লেগেছে।

খাষকাউলিয়া কে আর পাইলট স্কুল মোড় বাজারের কাঁচা মালের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ও মো. ইয়াকুব বলেন,‘হাট-বাজারে কাঁচা মরিচের যোগান বাড়ার কারণে দাম কমেছে। পিঁয়াজের যোগান বাড়লে দাম কমে যাবে। আমরা যেখান থেকে কাঁচা মরিচ কিনে থাকি, বর্তমানে সেখানেই দাম বেশি। যার জন্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। উৎপাদন বাড়লে দাম কমে যাবে।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শওকত মেহেদী সেতু বলেন, কাঁচামরিচের দাম কমেছে।  ব্যবসায়ীরা বাজারে কাঁচা মরিচ ও পিঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button