উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচার সরকারের ১৬ বছরের আমলের দুর্নীতি, অনিয়ম, দলীয় করণ ও নিয়োগ বানিজ্যের প্রতিবাদে গতকাল সোমবার মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এ সভা আহবান করেন। সমাবেশে মূখ্য আলোচক হিসেবে এম আকবর আলী উল্লাপাড়ার স্কুল, কলেজ ও মাদ্রাসার স্বৈশাসক আমলের পরিস্থিতির পরিবর্তন এনে শিক্ষার্থীদেরকে উপযুক্ত শিক্ষাদান এবং প্রতিষ্ঠান গুলোকে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত রেখে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে সবাইকে আহবান জানান। তিনি শিক্ষক কর্মচারী নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক পরীক্ষা গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নিকট দাবী জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক আব্দুর রহমান, বরকত আলী, শাহাদত হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।