“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে বর্ণঢ়্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে বনার্ঢ্য শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ, আব্দুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি এর উপ-পরিচালক (এম এন্ড ই) কাজী মাসুদুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন এশিয়া টেলিভিশন জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান, সুক এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট, স্কাউট, মুক্ত স্কাউট দলের সদস্য, যুব রেড ক্রিসেন্ট, বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।