“বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিরাজগঞ্জে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও সাংবাদিকদের নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা ত্রাণ দুর্যোগ কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় উপিস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, অ্যাভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম হীরা, পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আকতারুজ্জামান সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
এছাড়াও সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যানগণ ভারচুয়ালি যুক্ত ছিলেন। সভায় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো দূর্যোগের মোকাবেলা করা সম্ভব। আর এর জন্য আমাদের সচেতনতা অনেক জরুরি। মানুষের নিরাপদ আশ্রয় ও খাদ্য ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিভাগ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, বিভিন স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের টিম প্রস্তুত রয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে দেয়া দুর্যোগ মোকাবেলায় সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।