সিরাজগঞ্জে পালিত হলো ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগ পূর্তি উৎসব। বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, সকালে স্থানীয় একটি হোটেলে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
অনুষ্ঠানের প্রারাম্ভে যুগান্তর পত্রিকায় জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম মিন্টু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক ও জনকণ্ঠ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নুরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ গৌর, ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, সময় টিভির স্টাফ রিপোর্টার রিঙ্কু কুন্ডু, এনটিভি প্রতিনিধি প্রতিনিধি শরীফ আহমেদ ইন্না প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া জগতে যুগান্তর পত্রিকা সফলতার সঙ্গে দুই যুগ অতিক্রম করেছে। এসময় পত্রিকাটি জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় সংবাদ, মানবিক সংবাদ ও জনস্বার্থে সংবাদ প্রকাশিত করে পাঠক প্রিয়তা অর্জন করেছে। যুগান্তর এর স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সিরাজগঞ্জের সংবাদ পাঠকের কাছে পৌছে এজেলায়ও পত্রিকাটি তার নিজস্ব জায়গা করে নিয়েছে। অতিথি ও বক্তারা পত্রিকাটির উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল একজন ছিলেন একজন শিল্প উদ্যোক্তা। দেশ গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম। আলোচনা শেষে এ অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।