এবারের অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথিতযশা কথাসাহিত্যিক রাজ কামাল আহমেদ-এর রহস্য উপন্যাস ‘দ্বৈত’। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অন্যধারা।
দেশের স্বনামধন্য এক মেডিকেল কলেজের একজন তরুণ রেসিডেন্ট চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ও সেই মৃত্যুর রহস্য উদঘাটনকে কেন্দ্র করে ‘দ্বৈত’ উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে। এই উপন্যাসের কাহিনিতে উঠে এসেছে প্রেম, রোমান্টিকতা, অবিশ্বাস ও প্রতিহিংসা ও খুনের রোমাঞ্চকর জমজমাট চিত্র। ‘দ্বৈত’ উপন্যাসের কাহিনিতে রয়েছে নিগূঢ় রহস্য, টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর বাঁক যা পাঠকগণকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে।
ইতোপূর্বে লেখকের প্রথম বই ‘রাত্রির যাত্রী’ পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে! ‘দ্বৈত’ উপন্যাসও পাঠকদের মন জয় করতে পারবে বলে লেখক রাজ কামাল আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন।
লেখক রাজ কামাল আহমেদ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক সার্জারীতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন।
‘দ্বৈত’ বইটি অমর একুশে বইমেলায় অন্যধারা স্টলে (স্টল নং ৫৭, ৫৮, ৫৯, ৬০) পাওয়া যাবে। এ ছাড়া রকমারি ডট কম অথবা প্রথমা থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে বইটি সংগ্রহ করা যাবে!