সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চকফুলকোচা গ্রামের বেজগাঁতী ব্লকের কৃষক নূরুল ইসলাম, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ছানোয়ার হোসেন আব্দুল মোমিন ও মোতালেব আলীর ফসলের মাঠে রোপা আমন(ব্রি-৪৯ ধান) ধানের জাতের নমুনা শস্য কর্তন করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা পরিসংখ্যান অফিস সিরাজগঞ্জের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগবাটি ইউনিয়নের চক ফুলকোচায় গ্রামের কৃষকদের ফসলের মাঠে এ রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহবান করেন ও স্বাগত জানান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত।
এ রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আ.জ.মু. আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী, জেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফজলে রাব্বি, সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার অ্যামেলিয়া জান্নাত প্রমুখ।
এসময়ে সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইদী রহমান, কৃষিবিদ মারুফা আক্তার, উপ-সহকারী হামিদুল ইসলাম, এস.এম. মেহেদী হাসান, শাহিন আলী, ইমরান হোসেন, আমজাদ আলী, রেজাউল করিম (এসএপিপি), সহ অন্যান্যরা এবং স্থানীয় কৃষকগণ গন্যমান্য ব্যক্তিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জানা যায়, এজাতের ধানে ৭০০ হেক্টর জমিতে ফলন পাওয়া যায় ৫.১৭ মে. টন। এ সদর উপজেলার আয়তনঃ ৩২০১৫ হেক্টর। আমন আবাদঃ ১২২০০ হেক্টর ( উফশী -১০,৫০০হেক্টর, হাইব্রিড -৬০০ হেক্টর, স্থানীয় -১২০০ হেক্টর)।