রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে নয়াদিগন্তের ২০বছর পূর্তি উৎসব উদযাপন

সত্যের পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে নয়া দিগন্তের ২০বছর পূর্তি উৎসব পালিত হয়।  গত সোমবার ৪ (নভেম্বর) বেলা ১১ টায় রায়গঞ্জ উপজেলা সভাকক্ষে দৈনিক নয়াদিগন্তের রায়গঞ্জ উপজেলা সংবাদদাতা সোহেল রানার সভাপতিত্বে এবং নয়াদিগন্তের রায়গঞ্জ পাঠক ফোরামের সভাপতি এম আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল- আরাফা গ্রুফের চেয়ারম্যান আলহাজ্ব মুহাঃ নুরুল ইসলাম উজ্জল ,সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা , রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।

এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজল, উপজেলা সেচ্ছাসেবক দল আহব্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, দৈনিক সংগ্রাম চলনবিল সংবাদদাতা আমিনুল ইসলাম হিরো, দৈনিক সকালের সময় রায়গঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, দৈনিক ভোরের চেতনা রায়গঞ্জ প্রতিনিধি লিটন গুন সহ অন্যান্য সাংবাদিক ও প্রধান অতিথির বক্তব্যে আইনুল হক বলেন, ২০ বছরের অগ্রযাত্রায় পাঠক প্রিয় এই পত্রিকা দেশের প্রতিটা মানুষের মুখপত্র হয়ে উঠেছে। এছারা বস্তনিষ্ঠতা, নিরপেক্ষতা, প্রগতিশীলতা, আধুনিক ভাষা ও প্রযুক্তির মাধ্যমে দৈনিক নয়াদিগন্ত যেমন ৩য় নম্বর স্থানে ঠিক তেমনি নানা রকম প্রতিকূলতার মুখোমুখি থেকেও নয়াদিগন্ত ২দশক অতিক্রম করেছে। নয়াদিগন্তের বস্তনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের সংবাদ জগতে বিল্বব ঘটুক তেমনটা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button