কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে নৌকাযোগে পিকনিকে যাওয়ার পথে ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিনের সাথে ওড়না জড়িয়ে সুফিয়া খাতুন (৪২) নামের একজনের মৃত্যু হয়। সোমবার সকালে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ভদ্রঘাটের সিরাজুলের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে ভদ্রঘাট থেকে শাহজাহাদপুরের উদ্দেশ্যে নৌকায় ২৫-৩০ জন পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। নৌকাটি কিছুদূর যাওয়ার পরে নৌকার পিছনে বসে থাকা ওই নারী হঠাৎ করে নদীতে পড়ে যায় ও নৌকার পাখার সাথে গুরুতর আহত হয়ে ঘটনার স্থলে মারা যায়।
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গণস্বাস্থ্য ও টেক্সটাইলের কর্মচারীবৃন্দ ২৫-৩০ জন পিকনিকের উদ্দেশ্যে নৌকায় যাচ্ছিল। এসময় নৌকার পিছনে বসে থাকা নারী হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং নৌকার পাখার সাথে গুরুতর আহত হয়ে মারা যায়।