তাড়াশসিরাজগঞ্জ

তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার ১৬ মনোনয়ন প্রত্যাশি

মো. মনিরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে নবগঠিত পৌরসভার প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে, এই পৌরসভার নির্বাচনকে ঘিরে কে হবেন পৌর মেয়র তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। এই নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ১৬ জন নেতা।  ইতিমধ্যে তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, শনিবার ৩ জুন থেকে বুধবার ৬ জুন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয় (ধানমন্ডি) থেকে মেয়র পদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে নৌকার প্রতীকের প্রার্থী চূড়ান্ত করবে। এখন পর্যন্ত পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক রজত কুমার ঘোষ ও শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, ক্রীড়া সম্পাদক উপাধ্যক্ষ শাহাদাৎ হোসেন

 এছাড়া ও রয়েছেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য শামসুল মির্জা, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি,  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহুল সরকার মোমিন, প্রয়াত সাবেক এমপি আমজাদ হোসেন মিলনের বড় ছেলে জাকির হোসেন জুয়েল ও তার ছোট ছেলে জর্জিয়াস রুবেল। এসব মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, আওয়ামী লীগ একটি বড় দল অনেকের প্রত্যাশা থাকবে এবং দলীয় মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক। এর মধ্যো থেকে যাচাই বাছাই করে নৌকা প্রতিক দিয়ে নেত্রী যাকে মনোনীত করবেন দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করবেন এটাই প্রত্যাশা। এদিকে তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। এই পৌরসভাটি মুলত (গ) শ্রেনির, এটি গঠিত হয় ২০১৭ সালের ৩১ ডিসেম্বরে। পৌরসভাটির আয়তন ২৭. ৫৩ বর্গ কিলোমিটার ৯টি ওয়ার্ড মিলে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button