সদরসিরাজগঞ্জ

মাহবুব পাঠাগার বর্ষসেরা পাঠকদের পুরস্কৃত করবে

Eye Hospital Rajshahi

প্রতিদিন প্রতিবেদক: সিরাজগঞ্জ শহরের প্রেসক্লাবের দোতলায় অবস্থিত বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার তাদের পাঠাগারের বর্ষ সেরা পাঠকদের পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী ২১ মার্চ, শুক্রবার, বিকেল ৩ টায়, প্রেসক্লাব সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক পুরস্কৃত করা হবে।

বর্ষসেরা পাঠকদের হাতে পুরস্কার তুলে দেবেন পাঠাগারের আজীবন সদস্য এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব প্রনব নিয়োগী, বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডা: নিত্যরঞ্জন পাল, কামারখন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ হাসান।

পাঠাগারের সভাপতি, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জানান বই পাঠ জনপ্রিয় করার লক্ষ্যে পাঠকদের বই পাঠে উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এটা পাঠাগারের নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি আরো জানান সরকারি নিবন্ধিত এই পাঠাগারের সদস্য সংখ্যা ৭০০ জন। আলোরফেরি ডিজিটাল পদ্ধতিতে পাঠাগার কার্যক্রম পরিচালিত। প্রতিদিন ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সময় পাঠাগার খোলা থাকে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ফ্রি বই লেনদেন করতে পারে।

আগামী ২১ মার্চ, শুক্রবার, বিকেল ৩ টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিতব্য পুরস্কারের জন্য মনোনীত পাঠকরা হলেন:

১. আব্দুর রহমান, সদস্য নাম্বার: ২১৭

২. ইসমত জারিন, সদস্য নাম্বার: ৩৪৮

৩. মুশফিক মুজাহিদ আকিব, সদস্য নাম্বার: ২৭২

৪. সাদিয়া ইসলাম স্বর্ণা, সদস্য নাম্বার: ২৬৬

৫. তানজিম আহমেদ, সদস্য নাম্বার: ২৭১

৬. মো. তানভীর আহমেদ রিজভী, সদস্য নাম্বার: ২৭৮

৭. সামিউল হোসেন, সদস্য নাম্বার ২৭৬

৮. মো. আব্দুল্লাহ আল রুমান, সদস্য নাম্বার:২২৫

৯. মির্জা সালমান, সদস্য নাম্বার: ২০৪

১০. জান্নাতুল মরিয়ম, সদস্য নাম্বার : ৩৭৬

১১.মোছা. সানজিদা আফরিন, সদস্য নাম্বার: ৩৭৮

১২. মোছা. আতিয়া সুলতানা মিতু, সদস্য নাম্বার:৮৮

১৩. মো. রাহাদ শেখ, সদস্য নাম্বার: ২৭৪

১৪. আব্দুল্লাহ আল সিফাত, সদস্য নাম্বার: ২৯৮

১৫. মো. কামরুজ্জামান সিয়াম, সদস্য নাম্বার: ২৭৯

১৬. মো. আবরার সাদিক সৌমিক, সদস্য নাম্বার: ২৫৫

১৭. সুরাইয়া আক্তার মেঘলা, সদস্য নাম্বার: ২৩৬

১৮. রেজওয়ানা পারভিন দোলা, সদস্য নাম্বার: ২৫৪

১৯. নাজমুল হাসান, সদস্য নাম্বার: ৩০০

২০.আকিব আবদুল্লাহ, সদস্য নাম্বার: ৬৪৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button