উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় থামছে না,আবাদি জমিতে নতুন নতুন পুকুর খনন। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায় কৃষি জমিতে পুকুর খনন বিধিতে নিষিদ্ধ থাকলেও প্রশাসনের চোখ এরিয়ে প্রতিনিয়ত উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, বড়পাঙ্গাসী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন গুলোতে কৃষি জমি নষ্ট করে নতুন পুকুর খনন করছে।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের পক্ষে সাবেক ইউপি সদস্য মো, মহির উদ্দিন মহের জানান, আমার এলাকায় প্রতিনিয়ত প্রশাসনের চোখ এরিয়ে নতুন নতুন পুকুর খনন কাজ চলছে । আমার দক্ষিণ পুস্তিগাছা গ্রামের মৃত্যু হানেফ আলী শেখের ছেলে মো. সোবাহান আলী ৫ জনের কৃষি ধানের জমি লিজ নিয়ে নতুন পুকুর খনন কাজ করছে। আমি গ্রামবাসীর পক্ষে পুকুর খনন বন্ধের দাবিতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন (ইউএনও) ও ভূমি সহকারি কর্মকর্তা(এসিল্যান্ড) বরাবর লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও বাস্তবস্তা এখনও নেয়নি। এলাকায় আবাদি জমি নষ্ট করে নতুন নতুন পুকুর খননের কারণে কৃষি আবাদি জমি নষ্ট হচ্ছে। তেমনি এলাকার পুকুর খননে আবাদি জমি গুলোর পানি নিস্কাশনের ব্যবস্তা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষের খাদ্য চাহিদার ঘার্তি হতে পারে। জমিতে পুকুর খননের কারণে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত সমিতি- ১ এর নির্মাণধীন লাইনের পোল গুলো মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে হেলে পড়ে ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে।
নতুন পুকুর খনন অভিযোগের বিষয় উল্লাপাড়া উপজেলা প্রশাসন( ইউএনও) মো. উজ্জ্বল হোসেন ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) ইশরাত জাহান নিশ্চিত করেন। অভিযোগ পেয়েছি সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।