কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় শনিবার সকালে উপজেলার চরটেংরাইল গ্রামে হুড়াসাগর নদীতে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
হুড়াসাগর, ফুলজোড়, ইছামতি নদী সহ ৭টি পয়েন্টে রুই, কাতলা, মৃগেল প্রজাতির ২৪২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, প্রমুখ উপস্থিত ছিলেন।