সিরাজগঞ্জ

এনডিপি এলআইসিএইচএস প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল

এনডিপি প্রতিনিধি : এনডিপি এলআইসিএইচএস প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এনিডিপি শহর ও মাসুমপুর শাখার আওতায় সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া এবং গয়লা ও কোবদাস পাড়া এলাকায় এলআইসিএইচএসপি (আবাসন) প্রকল্পের সদস্যদের বাড়ি পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের এই প্রতিনিধি দল।

বাড়ি পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক এর এলআইসিএইচএসপি টাস্ক টিম লিডার সনিয়া এম সুলতান, বিশ্ব ব্যাংক এর এলআইসিএইচএসপি টিম মেম্বার জয়াপি সিথি, মিক গ্রিন, মো. রফিকুল ইসলাম। এসময় তাদের সঙ্গে ছিলেন এনডিপি’র পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ, জোলান ম্যানেজার মো. ওমর ফারুক, শহর শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম ও মাসুমপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button