শারীরিক প্রতিবন্ধী মো. সাহেব আলীর জীবনমান উন্নয়নে ট্রাই-সাইকেল প্রদান করল এনডিপি। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যালনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র আর্থিক সহযোগিতায় এই ট্রাই-সাইকেল প্রদান করা হয়।
এনডিপির প্রধান কার্যালয়ে ২৯ অক্টোবর মঙ্গলবার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. সাহেব আলীকে ট্রাই-সাইকেল তুলে দেন এনডিপির উপপরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) আবু নাইম মো. জুবায়ের খান।
এসময় উপস্থিত ছিলেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ ও সহকারী ব্যবস্থাপক (আর এন্ড ডি) মো. জানাফার ইসলাম।
উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী মো. সাহেব আলীকে সহায়ক উপকরণ ট্রাই-সাইকেল প্রদানের পাশাপাশি আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বিষয়ক প্রশিক্ষণ প্রদানসহ সার্ভিস চার্জ মুক্ত ঋণ প্রদান করা হয়। বর্তমানে তার বাড়ীতে একটি মুদির দোকান রয়েছে। তার আয় দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভাল ভাবে দিন যাপন করছে।