সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শ্ক্ষিা প্রতিষ্ঠান বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়াম ীলীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, বিএমএ সভাপতি ডাক্তার জহুরুল হক রাজা প্রমুখ।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম সেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদিকুল ইসলাম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ।