সদরসিরাজগঞ্জ

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতার পরীক্ষা গ্রহণ

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা ২০২৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএ, বিএড মো: রফিকুল ইসলাম এ পরীক্ষার শুভ উদ্বোধন করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক হোসেন আলী ছোট্ট ও সাংবাদিক নজরুল ইসলামের পরিচালনায় বিদ্যালয়ের ৭০জন ছাত্রীদের মাঝে পরীক্ষা নেওয়া হয়।

আজ ৮ অক্টোবর মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা উপস্থিত বিজয়ী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার তুলে দিবেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী।

হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএ, বিএড মো: রফিকুল ইসলাম বলেন, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ছাত্র -ছাত্রীদের মাঝে এ ধরনের ব্যাতিক্রমী পরীক্ষা গ্রহণ প্রশংসাযোগ্য ছাত্র -ছাত্রীদের মাঝে মেধা বিকাশে অনেক গুরুত্ব বহন করে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ছাত্র -ছাত্রী ও অভিভাবক সমাজের সচেতন মানুষদের এ ব্যাপারে নানা মূখী উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আরো দুর্নীতি বিষয়ে সচেতনতা বাড়ানো যেতে পারে। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।

নবম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া বুশরাত জুঁই বলেন, পাঠ্যপুস্তকের বাহিরে এ ধরনের পরীক্ষা নেওয়ায় প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল জায়গা থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। এ ব্যাপারে সচেতন বাড়াতে হবে। একমাত্র সচেতনতাই পারে দূর্নীতি শুণ্য কোঠায় আনতে। দূর্ণীতি সমাজের ভয়াবহ রুপ ধারণ করে আসছে। এ থেকে আমাদের মুক্ত হতেই হবে।

দশম শ্রেনীর শিক্ষার্থী রুমি বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদের অনেক কিছু শেখায়। সমাজে সর্বস্তরের অনিয়মে ভরে গেছে। এরকম পরীক্ষা এই প্রথম দিলাম। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান, মানিক, হালিম, সাহাদত, লাইজু, তাজুল, জান্নাতুল ফেরদৌস, জেল হোসেন/ জয়ন্তী, লাইজু, হোসনে আরা, হালিম, ছায়লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button