সদরসিরাজগঞ্জ

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রতনকান্দি ইউনিয়নের হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী।

হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বারোপ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুন-তরুণীদের ভূমিকা ভুমিকা রাখতে হবে। এ শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মাওলানা শহিদুল ইসলাম, কাজী সোহেল রানা, দৈনিক কলম সৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম, হরিণা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম জে ফেরদৌস, স্মার্ট বয়েজ ও স্মার্ট ট্যুরিজম এর ফাউন্ডার এডমিন মো. আসলাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একজন ভালো মানুষ হিসেবে পরিবার সমাজ ও দেশের কাজে মনোনিবেশ করতে হবে। যোগ্য নেতৃত্বের গুনাবলী অর্জন করে সমাজ ব্যবস্থায় স্বাক্ষর রাখতে হবে। এছাড়া ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও মুক্ত হওয়ার জন্য বিনামূল্য সরকার কর্তৃক এ মাসের ২৪ অক্টোবর মহিলা ও ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার বিষয়য়ে ক্যাম্পেইন চালু হচ্ছে এদিক থেকে সবাইকে অবহিত করার জন্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button