সদরসিরাজগঞ্জ

ডা. সানাউল্লাহ আনছারী-মল্লিকাজান বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার :  সিরাজগঞ্জ-২ ( সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন,আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। দেশের ভবিষ্যৎ যুব সমাজ। তারা যোগ্য হলে দেশ পাল্টে যাবে।’ যুবকদের যোগ্য করে গড়ে তুলতে এই ধরণের খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন।

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশাের-কিশােরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযােগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনােবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার খেলাধুলার প্রয়োজন আছে। আজকে মাদক,জুয়া বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। খেলা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আর এই খেলাধুলার মাধ্যমে ইনশাল্লাহ সিরাজগঞ্জ কে মাদক,সন্ত্রাস, জঙ্গি মুক্ত করব।

বুধবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার চন্দিদাসগাঁতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে চন্ডিদাসগাঁতী দূর্জয়-বাংলা সংঘ আয়োজনে ডা. সানাউল্লাহ আনছারী-মল্লিকাজান বেগম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিয়ালকোল ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূরে আলম দুলাল এর সভাপতিত্বে এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা আকন্দ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম আহমেদ,শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম আজম তালুকদার বাবলু,সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন তালুকদার, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা, ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মো. নবীদুল ইসলাম, ৮নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আব্দুস সবুর সেখ৷ ৫নং খোকশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ মো. জিয়াউর রহমান জিয়া, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম প্রমুখ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন, রেজাউল করিম খোকন। খেলা পরিচালনা করেন মো. মিজানুর রহমান।

উদ্বোধনী খেলায় রংপুর শঠিবাড়ি একাদশ ২-১ জামুয়া ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। মাঠে কানায় কানায় হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button